১. আমি কী ২.৫ পেয়ে সরকারিতে ভর্তি হতে পারব?
-ছেলেদের জন্য নুন্যতম ৩ পয়েন্ট প্রয়োজন।

২. আপনার মতে ডিপ্লোমা সব থেলে ভাল সাব্জেক্ট কোনটা?
-সিভিল টেকনোলজি

৩. আমি ৪ পয়েন্ট কম্পিউটারে পড়তে চাই?
– ভাই ভাল সরকারি পলিটেকনিকে চান্স পাওয়া সম্ভব না। তুমি আমার সাথে যোগাযোগ কর

৪. ২০১২ সালে এস এস সি হলে কি এপ্লাই করা যায়?
– সরকারিতে করা যায় না, আপনি ভাল প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হতে পারবে।

৫. এইস এস সি করে এপ্লাই করা যায়?
-অব্যশই করা যায়

৬. আমি ব্যবসায় শিক্ষায় পড়েছি, আমি কি আবেদন করতে পারব?
– অবশ্যই করতে পারবে

৭. technical somporka আমার কোন idea নেই poly পড়ার চাপ কেমন hard নাকি easy মেধা কি রকম লাগে no idea?
উত্তরঃ পলিটেকনিক Hard নাকি easy এটা ডিপেন্ড করে কোন ডিপার্টমেন্ট এ পড়বেন তারপরও সবই ডিপার্টমেন্ট ই কঠিন প্রচুর পড়তে হবে
৮. poly technical কলেজ থেকে কি hsc দেওয়া যায় সাথে যে যে কাজের option দেওয়া আছে সেগুলো ও কি করা যায় নাকি যে কোন একটা হয় hsc না হয় optional বিষয় কাজ শিখা?
উত্তরঃ পলিটেকনিক এ ৪ বছরের মেয়াদী কোর্স শেষ করলে সরকারী বেসরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি!
৩,হাতে কলমে প্যারাকটিকাল ছাড়া শিখা কিভাবে সম্ভব।
৯. poly technical College এর পড়ার সাথে সাথ যে কাজ শিখনো হয় সেগুলোর কি practical ছাড়া হাতে কলমে পরিক্ষা হয়?
উত্তরঃ হাতে কলমে প্যারাকটিকাল ছাড়া শিখা কিভাবে সম্ভব।

১০. সরকারি Poly technical College এ বছর প্রতি কত টাকা খরচ হয় privet cocing পড়ার বেতন + মেশে ভাড়া ছাড়া?

উত্তরঃ ভাই পলিটেকনিক সরকারিতে পড়লে মসিক বেতন ২ টাকা আর যদি আপনি ৬ মাস পর পর যে পরিক্ষা হয় সে পরিক্ষায় 4 পয়েন্টের ভিতরে ৩.৫০ এর উপরে পান পাবেন ৪.৫০০ টাকা।

১১. poly technical College এ পড়া লেখার চাপ কি রকম..?

উত্তরঃপড়ার চাপ মোটামুটি সেটা ডিপার্টমেন্ট এর উপর নির্ভর করে! আপনাকে ব্যাখ্যা করে দিচ্ছি।

১২. আমি চাচ্ছি পড়া শুনার পাশাপাশি part time কাজ করতে যাতে নিজের পড়া শুনার খরচ নিজে দিতে পারি poly technical College এ পড়ে কি part time কাজ করতে পারবো যদি part time কাজ করি তাহলে কি আমার পড়া শুনা তেমন কোন effort পড়বে?

উত্তরঃ আপনি সরকারি পলিটেকনিক এ পরলে জব করার সু্যোগ কম পাবেন। বেসরকারি পলিটেকনিক এ পরলে জব করার সু্যোগ পাবেন।

১৩. আমি শুনেছি Poly technical College এ পড়া শেষ হলে নাকি সবাইকে চাকরি দোওয়া হয় এটা কি true?
উত্তরঃ বেসিরভাগ ক্ষেত্রে বেসরকারি পলিটেকনিক গুলো চাকরি সু্যোগ করে দেই।

১৪. আর আমার নিদিষ্ট কোন aim বা personal কোন target নেই যার ফলে আমাকে hsc দিয়ে কোন নিদিষ্ট topic নিয়ে পড়া শুনা করে ওটা হবো এমন কোন e নেই সাধারণ কলেজ এবং poly technical College কোনটা আমার জন্য ভালো হবে?

উত্তরঃ আবশ্যই কারিগরি শিক্ষা। আপনি চাকরি বা অন্য যে কোন ক্ষেত্রে সু্যোগ বেশি পাবেন।

১৫. poly technical পড়তে কি রকম মেধা লাগে❓ আমি ছাএ হিসেবে খুব খারাপ না আবার তেমন ভালো ও না….. Just like middle bencher দের মতো… এই মেধা দিয়ে কি poly technical পড়তে পারবো….❓
উত্তরঃ অবশ্যই পারবেন। বেসরকারি পলিটেকনিক গুলো আপনাকে এ ক্ষেত্রে বেশি সাহায্য করবে।

১৬. poly technical কোন বিষয় টা খুব easy + future কাজের খুব Demand আছে.
উত্তরঃ ইলেকট্রিকাল
এটা অনেক কঠিন এতে ম্যাথ ও আছে পদার্থবিজ্ঞান ও আছে এটা চেষ করতে পারলে আপনি সরকারী অনেক বেতনে চাকরি পাবেন বিদেশেও এর৷ চাহিদা অনেক
১৭. সিভিল
এই ডিপার্টমেন্ট শেষ করতে পারলে আপনি ছোট বড় বাড়ি রাস্তাঘাট সব বানাতে পারবেন
এতে সরকারী বেসরকারি ও বিদেশ চাকরিও অনেক।
১৯. এনি চয়েজ সিলেকশনের পুরো বিষয়টি বুঝিয়ে বললে ভাল হয়?
২০. ভোকেশনাল এবং বি এম টির মধ্যে কি পার্থক্য?
২১.একই সাথে কলেজ এবং পলিটেকনিক আবেদন করা যাবে কিনা?
২২. আমি পলিটেকনিকে ২০২১- ২০২২ সেশনে ভর্তি হয় একদিনও কলেজে যাই নাই এখন কি নতুন করে ভর্তি হতে পারবো?
২৩.টোটাল কয়টা সাবজেক্ট চয়েস দেওয়া যাবে?
২৪. ২য় শিফটে কি আলাদা পেমেন্ট করতে হবে?
২৫. ২০২১-২০২২ এ ঢাকা পলিটেকনিকে অটোমোবাইলে ভর্তি হয়েছিলাম কিন্তু ফ্যামিলিগত সমস্যার কারণে পরীক্ষা দিতে পারি নাই। এখন যদি সাবজেক্ট চেঞ্জ করতে চাই তাহলে কি আগে ভর্তি বাতিল করতে হবে নাকি আবার আবেদন করে চান্স পাওয়ার ভর্তি বাতিল করবো?
২৬. ভাইয়া আমি আলিম এক্সাম দেখেছি ২০১৯ এ এখন কি ডিপ্লোমার জন্য আবেদন করতে পারবো?
২৭. প্রথম এবং দ্বিতীয় শিফটে কি একসাথে আবেদন করা যাবে? কারণ ফি প্রদানের পদ্ধতিতে প্রথম এবং দ্বিতীয় শিফটের ফি প্রদান করার অপশন আছে।
২৮. ভাইয়া এনি চয়েজের সুবিধা অসুবিধা কি?
২৯. সিকিউরিটি কোড আসেনি কি করবো জানাবেন প্লিজ?
৩০. মাইগ্রেশন কি
৩১. আমি তো বিজনেস স্টুডেন্ট এখন কি কম্পিউটার সায়েন্স এপ্লাই করতে পারবো?
৩২. এপ্লাই এর লাস্ট ডেট কবে
৩৩. আমার এসএসসি ২০১৪ আমি কি এপ্লাই করতে পারব
৩৪. আমি সর্বোচ্চ কয়টি চয়েজ দিতে পারব ?
৩৫. সর্বনিম্ন কত পয়েন্ট হলে আবেদন করা যাবে
৩৬. ওভার শিট কি
৩৭. জেনারেল থেকে কি পলিটেকনিকে যাওয়া যাবে
৩৮. একসাথে কয়েকটি পলিটেকনিক আবেদন করা যাবে?
৩৯. মেয়েদের জন্য কোন সাবজেক্টে বেস্ট হবে??
৪০. ভোকেশনাল কোটা কিভাবে পূর্ণ করবো নাকি এটা অটো??
৪১. ঢাকা পলিটেকনিক সিভিলে কত পয়েন্ট পেলে চান্স পাওয়া যাবে?
৪২. ন্যূনতম কত জিপিএতে কোন টেকনোলজিতে আবেদন করলে ভর্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে?

৪৩. বেসরকারি পলিটেকনিক থেকে কোন ডিপার্টমেন্ট নিলে সবচেয়ে ভালো হবে?
উত্তরঃ

✅ সিভিল ইঞ্জিনিয়ারিং
✅ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
✅ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
✅ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
✅ কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং।
৪৪. ডিপ্লোমা তে ভর্তির আবেদন কয়বার করা যাবে?
উত্তরঃ এখন তিন বার করা যাই। একই বছর।
৪৫. প্রথম বারের আবেদন বাতিল করে।ভর্তি আবেদন ইনস্টিটিউট চয়েস কি দুইবার করা যায়?

উত্তরঃ জি আপনি ২য় বার আবেদন করতে পারবেন।

৪৬. আচ্ছা নবীন যারা এবার পলিটেকনিকে ভর্তি হবে তাদের ক্লাস কবে থেকে শুরু হবে?

উত্তরঃ ২০২৩ এর মার্চের প্রথম সপ্তাহে শুরু হওয়ার পসিবিলিটি আছে।

৪৭. পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে কাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে?

৪৮. আর্টস থেকে ৫.০০ পাওয়া শিক্ষার্থীকে
নাকি
সাইন্স থেকে ৪.৭০ পাওয়া শিক্ষার্থীকে

উত্তরঃ বিজ্ঞান বিভাগ, কারণ তাদের উচ্চতর গণিত আছে তাই ইঞ্জিনিয়ার হতে হলে গনিত এ খুব বেশি দক্ষ হতে হবে।

৪৯. আমি কী ২.৫ পেয়ে সরকারিতে ভর্তি হতে পারব?
-ছেলেদের জন্য নুন্যতম ৩ পয়েন্ট প্রয়োজন।

৫০. আপনার মতে ডিপ্লোমা সব থেলে ভাল সাব্জেক্ট কোনটা?
-সিভিল টেকনোলজি

৫১. আমি ৪ পয়েন্ট কম্পিউটারে পড়তে চাই?
– ভাই ভাল সরকারি পলিটেকনিকে চান্স পাওয়া সম্ভব না। তুমি আমার সাথে যোগাযোগ কর

৫২. ২০১২ সালে এস এস সি হলে কি এপ্লাই করা যায়?
– সরকারিতে করা যায় না, আপনি ভাল প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হতে পারবে।

৫৩. এইস এস সি করে এপ্লাই করা যায়?
-অব্যশই করা যায়

৫৪. আমি ব্যবসায় শিক্ষায় পড়েছি, আমি কি আবেদন করতে পারব?
– অবশ্যই করতে পারবে
৫৫. Humanities থেকে আবেদন করা যাবে?
-করতে পারবা অবশ্যই

৫৬. পলিটেকনিকে এবং ভকেশনালে একসাথে আবেদন করা যাবে?
-যাবে। কিন্তু ভর্তি হবেন পলিটেকনিকে

৫৭. আমি বোর্ড চেলেঞ্জ করেছি, আমি কী এখন আবেদন করব?
-না, রেজাল্ট পাওয়ার পর আবেদন করবেন।

৫৮.আমি HSC দিয়েছি আমি কি আবেদন করতে পারব?
– পারবে। তবে সাইন্স হলে সরাসরি ৩য় পর্বে ভর্তি হতে পারবে।

৫৯. আর্কিটেকচারে কোথায় কোথায় আবেদন করা যায়?
– তুমি ঢাকা মহিলা পলিটেকনিকে আবেদন করতে পার।

৬০. আবেদন করার সময় ছবির সাইজ কেমন হবে?
-100kb এর নিচে।

৬১. ভাই এখন কি আবেদন করা যাবে
– এখনি আবেদন এস সময় চলতেছে। দ্রুত করে ফেল।


৬২.ভাই আমি গনিতে ২.৫ পেয়েছি আমি এপ্লাই করতে পারব।
-না তুমি সরকারিতে এপ্লাই করতে পারবে না, ভাল প্রাইভটে এপ্লাই কর।

৬৩. সব পলিটেকনিকে কী হোস্টেল আছে?
– না, বড় পলিটেকনিক গুলোতে হোস্টেল আছে

৬৪. ২-৩ টি ভাল পলিটেকনিক এর নাম বলুন
-ঢাকা,কুমিল্লা, বগুড়া, চচট্রগ্রাম এগুলো ভাল।

৬৫. সিরিয়াল ওয়াজ কোন সাব্জেক্ট দিব।
-১. সিভিল, ২. ইলেক্ট্রিক্যাল, ৩. মেকানিকেল

৬৬.এখন কি আবেদন করা যেব?
– আবেদন শুরু হয়ে গেছে

৬৭. দুই যায়গায় একসাথে আবেদন করা যায়?
– করতে পারবে। তবে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়

৬৮. উভয় শিফটে আবেদন করা যাবে?
– অবশ্যই করা যাবে।

২১.২০১৯ সালে পাস করেছি, আমি আবেদন করতে পারব?
-অবশ্যই আবেদন করতে পারবে।

৬৯. ভাই আমি ডিপ্লোমা পড়তে চাই।
-তুমাকে সাদুবাদ ভাল সিদ্ধান্ত নেয়ের জন্য। কিছু জানার থাকলে বলবে।

৭০. ভাই আমি কম্পিউটার সাইন্সে এপ্লাই করতে পারব, HSC এর পরে।
-পারবে। তবে দেখে শুনে ভাল প্রতিষ্ঠানে ভর্তি হইয়।
৭১. ৪.০৩ পেয়ে সিভিল পাওয়া সম্ভব?
– না। তবে হতাশ হওয়ার কিছু নেই, পরামর্শ এর জন্য যোগাযোগ কর।

৭২. ডিপ্লোমা করলে ভাল না এইস এস সি?
– অবশ্যই ডিপ্লোমা। আরো জানতে যোগাযোগ কর।

)অন-লাইনে আবেদনের সময়সীমা কবে?
২৭ ডিসেম্বর ২০২২ (রাত – ১১:৫৯ টা পর্যন্ত)

৭৩. মেধা তালিকার ফলাফল প্রকাশ করবে কবে?
১ জানুয়ারি ২০২৩

৭৪. মেধা তালিকার ফলাফল জানবো কিভাবে?
(SMS এবং ওয়েবসাইটে)

৭৫. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আবেদন খরচ কত?
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির আবেদন খরচ এক শিফটের জন্য ১৬০ টাকা আর দুই শিফটের জন্য ৩২০ টাকা।

৭৬. পালটেকনিক/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি আবেদন করার যোগ্যতা কি?
ছেলেদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.৫০ জি.পি.এ এবং মেয়েদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.০০ জি.পি.এ.

৭৭. SSC পরপরই Diploma ভর্তি হওয়া যাবে ?
হ্যা, SSC শেষে ডিপ্লোমা করতে পারবে।

৭৮. সাইন্স, আর্টস, কমার্স, সব বিভাগের student কী ডিপ্লোমা আবেদন করতে পারবে?
হ্যা, পারবে।
৭৯. ভর্তি হওয়ার জন্য কি পরীক্ষা দিতে হবে?
না, জিপিএ ভিত্তিতে মেধা তালিকা অনুযায়ী হবে।

৮০. মাদ্রাসার student কি Diploma ভর্তি হতে
পারবে ??
হ্যা, পারবে।

৮১. আমার ১ সাব্জেক্ট ফেইল আছে। আমি কি ডিপ্লোমা করতে পারবো?
না, পারবেনা।

৮২. বাংলাদেশে কয়টি সরকারি পলিটেকনিক রয়েছে?
৪৯ টি।

৮৩. ডিপ্লোমা কতো বছরের?
৪ বছরের।

৮৪. ডিপ্লোমা করে কি দেশের বাইরে যাওয়া যাবে?
হ্যা, যেতে পারবে।

৮৫. মানবিকের ছাত্র ছাত্রীদের জন্য কি সাবজেক্ট চয়েসের কোন সীমাবদ্ধতা আছে?
না, কোন সীমাবদ্ধতা নেই।


৮৬. ভোকেশনাল এবং বিএম এর মধ্যে পার্থক্য কি?
উত্তর: ভোকেশনাল হচ্ছে সরাসরি কারিগরি শিক্ষার উপরে এইচএসসি দেয়া অপরদিকে বিএম হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট শাখা যেটাকে কারিগরি শিক্ষার ক্ষেত্রে কোন এক্সট্রা ভ্যালু এড করে না। আপনি ভোকেশনাল থেকে এইচএসসি করলে সরাসরি চতুর্থ পর্বে এডমিশন নিতে পারবেন ।সে ক্ষেত্রে আপনি তিন সেমিস্টার এগিয়ে যাবেন।

৮৭. সিফট মানে কি অনেকে বলে দ্বিতীয় শিফটে পড়া নাকি ভালো না। দ্বিতীয় শিফটের সার্টিফিকেটের ভ্যালু কি আলাদা হয়?
উত্তর: শিফট হল ক্লাস সিডিউল প্রতিটি পলিটেকনিকে সকালের দিকে একটি শিডিউল থাকে সেটাকে সকাল শিফট এবং বিকেলের দিকে আরো একটি ক্লাস সিডিউল থাকে যাকে বিকেল শিফট বলা হয়। সকালের শিফটে দুপুর পর্যন্ত ক্লাস হয়ে থাকে এবং বিকেলের শিফটে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস হয়। আপনি যে শিফটে পড়েন না কেন সেটা আপনার সার্টিফিকেটে উল্লেখ থাকবে না। সুতরাং শিফট এখানে কোন ম্যাটার না।

৮৮. আমি ২০২২ সালে অটোমোবাইলে ভর্তি হয়েছিলাম কিন্তু পরীক্ষা দেইনি। এবার ডিপার্টমেন্ট চেঞ্জ করে আবার ভর্তি হতে চাই সেক্ষেত্রে আমার করনীয় কি?
উত্তর: ওখানে যদি তোমার রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে ভর্তি বাতিল করতে হবে আর যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে ভর্তির ক্ষেত্রে কোন সমস্যা হবে না।

৮৯. আমি জেনারেল থেকে সায়েন্স নিয়ে ইন্টারমিডিয়েট পাশ করেছি এখন আমি ডিপ্লোমা ভর্তি হতে চাই সরাসরি কোন পর্বের ভর্তি হতে পারবো?
উত্তর যদি তোমার এসএসসি এবং এইচএসসি তে হায়ার ম্যাথমেটিক্স থাকে তাহলে তুমি সরাসরি তৃতীয় পর্বে ভর্তি হতে পারবে। যদি হায়ার ম্যাথ না থাকে তাহলে প্রথম পর্বে ভর্তি হতে হবে।

৯০. আমি আলিম পাশ করেছি ২০১৯ সালে। এখন ডিপ্লোমা পড়তে চাচ্ছি আমি কি আবেদন করতে পারব?
উত্তর আপনি দাখিল পাশের মার্কশিট দিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম পর্বে ভর্তি হতে পারবেন।

৯১. সিফট কি? এ ব্যাপারে একটু বুঝিয়ে বলবেন প্লিজ।
উত্তর:ভোকেশনাল হচ্ছে সরাসরি কারিগরি শিক্ষার উপরে এইচএসসি দেয়া অপরদিকে বিএম হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট শাখা যেটাকে কারিগরি শিক্ষার ক্ষেত্রে কোন এক্সট্রা ভ্যালু এড করে না। আপনি ভোকেশনাল থেকে এইচএসসি করলে সরাসরি চতুর্থ পর্বে এডমিশন নিতে পারবেন ।সে ক্ষেত্রে আপনি তিন সেমিস্টার এগিয়ে যাবেন।

৯২. আমি বিজনেস স্টাডিজ থেকে এসএসসি করেছি আমি কি ডিপ্লোমা ভর্তি হতে পারবো?
উত্তর হ্যাঁ আপনি সরাসরি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর প্রথম পর্বের ভর্তি হতে পারবেন যদি আপনার এসএসসিতে ৩পয়েন্ট থাকে।

৯৩. যারা ভোকেশনাল থেকে অ্যাপ্লাই করবে তাদেরকে কোটা চয়েস করার দরকার আছে?

উত্তর ভোকেশনাল কোটাটি অটোমেটিক নিয়ে নিবে দিতে হবে না।


৯৪. সরকারিতে এপ্লাই করার লাস্ট ডেট কবে?
উত্তর: ২৭শে ডিসেম্বর।


৯৫. আমি জেনারেল কলেজে আবেদন করেছি, এখন কি আমি ডিপ্লোমা তে আবেদন করতে পারবো?
উত্তর: ভর্তি না হলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন।

৯৬. এই বছর আবেদনের ক্ষেত্রে নন সাইন্স এর কি রেমিডিয়াল পরীক্ষা দিতে হবে?
এই বছর রেমিডিয়াল পরীক্ষা হবে দিতে না সরাসরি ভর্তি হতে পারবে।

৯৭. পলিটেকনিকে পড়লে কি প্রাইভেট পড়তে হয়?
টিচাররা ভালো করে টেক কেয়ার করলে প্রাইভেট পড়তে হয় না। কিন্তু ক্লাসে যদি ইফেক্টিভ ভাবে পড়া বুঝতে না পারেন তখন টিউটরের প্রয়োজন হয়।

৯৮. সাধারণ গণিতে  বা উচ্চতর গণিতে ৩ পয়েন্ট না থাকলে কি আবেদন করা যাবে?
ডিপ্লোমা আবেদনের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে অবশ্যই গণিত অথবা উচ্চতর গণিতে ৩ পয়েন্ট থাকতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে ২ পয়েন্ট থাকতে হবে।

৯৯. হায়ার ম্যাথ নেই আমি কি এপ্লাই করতে পারব?
ডিপ্লোমা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।


১০০. ডিপ্লোমা তে এপ্লাই করতে সর্বনিম্ন পয়েন্ট কত লাগবে?
সরকারি পলিটেকনিকে আবেদন করতে ছেলেদের ন্যূনতম ৩ পয়েন্ট এবং মেয়েদের ন্যূনতম ২.৫ জিপিএ প্রয়োজন।

১০১. এইচ এস সি পাশ করেছি এখন ডিপ্লোমা করতে গেলে আমি কি কোন সুবিধা পাব?
আপনি যদি সাইন্স থেকে এইচএসসি পাশ করেন সাথে হায়ার ম্যাথমেটিক্স থাকে তাহলে আপনি সরাসরি তৃতীয় পর্বে ভর্তি হতে পারবেন।

১০২. এইচএসসি পাশ করে ডিপ্লোমা করলে কি ২ সেমিস্টার ছাড় দিবে?
ভোকেশনাল থেকে এইচএসসি পাস করে থাকলে আপনি সরাসরি চতুর্থ পর্বের ভর্তি হতে পারবেন সে ক্ষেত্রে আপনার ৩ সেমিস্টার সেভ হবে এবং জেনারেল থেকে সায়েন্সে এইচএসসি করে থাকলে সাথে যদি হায়ার ম্যাথ থাকে তাহলে আপনি সরাসরি তৃতীয় পর্বে ভর্তি হতে পারবেন।
১০৩. ভোকেশনাল থেকে এইচএসসি করার পর আমি সরাসরি কোন পর্বে ভর্তি হতে পারবো?
হ্যাঁ আপনি সরাসরি চতুর্থ পর্বের ভর্তি হতে পারবেন।
১০৪. ডিপ্লোমা এবং জেনারেল একসাথে পড়া যাবে কি?
জেনারেল এবং ডিপ্লোমা একসাথে পড়ার কোন প্রয়োজন আছে কি? আপনিতো ডিপ্লোমা কমপ্লিট করে সরাসরি সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নবম গ্রেডে চাকরি করতে পারবেন তাহলে কেন আপনাকে ডিপ্লোমার পাশাপাশি জেনারেল পড়তে হবে?
১০৫. আমি বিএম থেকে এইচএসসি করেছি এখন আমি কোন পর্বে ভর্তি হতে পারবো?
বিএম থেকে এইচএসসি করলে সেটা ডিপ্লোমা ভর্তির ক্ষেত্রে আপনাকে কোন সুবিধা দিবে না আপনাকে প্রথম পর্বেই ভর্তি হতে হবে।
১০৬. পলিটেকনিকে ভর্তির আগে জেনারেল এ ভর্তি হলে কোন সমস্যা আছে কি?
আপনার কাছে যদি মূল মার্কশিট থাকে তবে আপনি ডিপ্লোমা ভর্তি হতে পারবেন।
১০৭. সরকারি পলিটেকনিকে পড়লে প্রতিমাসে কেমন খরচ লাগবে?
সরকারি পলিটেকনিকে একাডেমিক খরচ নেই বললেই চলে তবে অনেক ক্ষেত্রে এফেক্টিভ ক্লাস না হলে তখন টিউশন নিতে হয়। যার জন্য আপনাকে এক্সট্রা টাকা খরচ করতে হবে।
১০৮. মেয়েদের জন্য কোন ডিপার্টমেন্ট ভালো হবে?
মেয়েদের জন্য সিভিল কম্পিউটার এ সকল ডিপার্টমেন্ট সবচেয়ে ভালো হবে।
১০৯.পলিটেকনিক থেকে ডিপ্লোমা করলে বিএসসি করতে কত বছর সময় লাগে?
পলিটেকনিক থেকে ডিপ্লোমা করে আপনি সাড়ে তিন বছরে বিএসসি শেষ করতে পারবেন।
১১০. ঢাকাতে কয়টি সরকারি পলিটেকনিক আছে?
ঢাকা দুইটি সরকারি পলিটেকনিক আছে একটি ঢাকা পলিটেকনিক অন্যটি ঢাকা মহিলা পলিটেকনিক