হ্যাঁ, ঠিকই শুনেছো। ইউ.আই. এস.টি. তে পড়া শেষ হওয়ার পরে চাকরির সু্যোগ করে দেওয়া হয়।
- ন্যূনতম এসএসসি/সমমান পাস।
- সাধারণ গণিতে ন্যূনতম জিপিএ ২.০০ এবং ৪০% নম্বর।
- বয়স এবং এসএসসি পাসের বছরের জন্য কোন সীমাবদ্ধতা নেই।
হ্যাঁ, করা যাবে।
সেক্ষেত্রে, তুমি যদি সাইন্স নিয়ে এইচ.এস.সি. পাস করে থাকো, তাহলে সরাসরি ৩য় পর্বে ভর্তি হতে পারবে। আর যদি কমার্স অথবা আর্টস থেকে এইচ.এস.সি. পাস করে থাকো তাহলে ১ম পর্বে ভর্তি হতে পারবে।
না, রেজাল্ট পাওয়ার পর আবেদন করতে পারবা।
SMS এবং ওয়েবসাইটে
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির আবেদন খরচ এক শিফটের জন্য ১৬০ টাকা আর দুই শিফটের জন্য ৩২০ টাকা।
হ্যা, পারবে।
না, কোন সীমাবদ্ধতা নেই।